অভাবের তাড়নায় সন্তান বিক্রি ( সুত্র : মানবজমিন - শুক্রবার , ২২ জুলাই ২০১১ ) |
বগুড়ায় অভাবের তাড়নায় ৬ হাজার টাকায় ১২ দিনের সন্তান বিক্রি করলেন মা। শহরতলীর পালশা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা দিনমজুর মোকছেদ বৃহস্পতিবার সন্তানটি কিনে নেন। পুত্র সন্তানের আকাঙ্ক্ষা পূরণের জন্য ১২ দিন বয়সী এ সন্তানটি কিনে নেন তিনি।
====================================
No comments:
Post a Comment