Saturday, November 12, 2011

এটাই কি সভ্য সমাজের শিক্ষা


এটাই কি সভ্য সমাজের শিক্ষা
আর কত দিন চলবে এভাবে নারী নির্যাতন ? যদি এ ছবিটির মতো সমাজের সবাই অনায় দর্শনে দাঁড়িয়ে থাকে , তবে এ সমস্ত ভন্ড মাতবর - সমাজপতিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে ? সভ্য সমাজ কি এভাবেই অসভ্যদের অন্যায়ের অতলে তলিয়ে যেতে থাকবে ? এ সব অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজ তথা সুশীল সমাজের কি কিছুই করার নেই ? শিক্ষিত সমাজ কি এভাবেই অসভ্য কর্ম সমূহ সংঘটনে যোগান দিয়ে যাবে ? তবে কি ভাববো এটাই সভ্য সমাজের শিক্ষা ? 
যদি এই শালিসে ছবির নারীটির উপর ইসলামী আইন প্রয়োগ করে দোররা মারা হয় , তবে সেটা হবে সমাজপতিদের বিরাট অন্যায় । কারন দেশে কোন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নেই । ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যাতিত ইসলামী আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা গ্রহণযোগ্য নহে , আর ইসলামী আইন ইসলামী আদালতের কাজি ব্যতিত কোন মাতবর বা সমাজপতি প্রয়োগ করতে পারেনা । বাংলাদেশে এমন কোন ইসলামী আদালত নেই , যেখানে কাজীর দরবারে বিচার কার্য পরিচালনা করা হয় । যারা উক্ত নারীটির উপর দোররা মারার হুকুম দিয়েছে , তারা দেশের আইন লঙ্গন করেছে । তাদের বিরুদ্ধে দেশীয় আইনে মামলা করা এলাকা বাসীর একান্ত দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি । 
=============================


No comments:

Post a Comment