Monday, July 25, 2011

আলেয়ার গায়ে আগুন দিয়েছে পাষণ্ড স্বামী




আলেয়ার গায়ে আগুন দিয়েছে পাষণ্ড স্বামী 
[ সুত্রঃ The Daily Kaler Kantho 


ঢাকা, সোমবার, ২৫ জুলাই ২০১১] 
              
             -ঃ সংক্ষেপিতঃ-


ফরিদপুর প্রতিনিধি ঃ

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় পাষণ্ড স্বামী তার 
প্রথম স্ত্রী আলেয়ার (২৬) গায়ে কেরোসিন ঢেলে 
আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে । ঘটনাটি 
ঘটেছে গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে 
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের 
মলি্লকপুর গ্রামে। আলেয়ার চাচা আরশাদ জানান, 
আলেয়ার স্বামী সমেজ বেশ কিছুদিন ধরে ঢাকায় 
থাকে। বাড়ির কোনো খোঁজখবর নেয় না। ছেলে 
রাবি্ব (৬) ও মেয়ে সুরাইয়াকে (২) নিয়ে আলেয়া 
বাড়িতে একা থাকে। কয়েক দিন আগে জানা যায়, 
সমেজ ঢাকায় আরেকটি বিয়ে করেছে। শনিবার 
রাতে সে বাড়িতে আসে। তার দ্বিতীয় বিয়ে করা নিয়ে 
স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। রবিবার দুপুর 
দেড়টার দিকে আগুনে আমার শরীর পুড়ে গেল বলে 
চিৎকার করতে করতে আলেয়া ঘর থেকে দৌড়ে বাইরে 
আসে। তিনি আরো জানান, ওই সময় আলেয়া 
ঘুমাচ্ছিল। সমেজ তার গায়ে কেরোসিন ঢেলে আগুন 
ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আগুনে আলেয়ার মাথা, পেট, পিঠ, কান পুড়ে গেছে। ====================================== 

No comments:

Post a Comment